মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
Wellcome to National Portal

সেবার তালিকা

নতুন ভোটার নিবন্ধন

নতুন এনআইডি করতে নিম্নোক্ত কাগজপত্রাদি প্রয়োজন
০১। অনলাইনে ফরম-২ এর তথ্য পূরণ করতে হবে। ওয়েব লিংক- http://services.nidw.gov.bd
০২। ফরম নং-১১ পূরণ করতে হবে।
০৩। অনলাইন জন্ম নিবন্ধন সনদ। (ডিজিটাল)।
০৪। শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি (১ম-৪র্থ শ্রেণি পর্যন্ত স্কুল কর্তৃক প্রত্যয়ন)।
০৫। পিতা-মাতার এনআইডি ফটোকপি।
০৬। নাগরিকত্ব সনদপত্র।
০৭। বিদ্যুৎ/পানি/টেলিফোন/গ্যাস বিলের কপি।
০৮। পৌরকর/চৌকিদারী ট্যাক্সের রশিদ।
০৯। স্বামী/স্ত্রীর এনআইডি কপি ও কাবিননামার সত্যায়িত কপি (বিবাহিতদের ক্ষেত্রে)।
১০। অঙ্গীকারনামা।
১১। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র প্রদত্ত প্রত্যয়ন।
১২। রক্তের গ্রুপ পরীক্ষার কাগজ।
১৩। শিক্ষা সনদ যাদের অনলাইনে যাচাই করা সম্ভব নয় তাদের ক্ষেত্রে চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
১৪। ফরম-২ এর ৩৪, ৩৫ নং তথ্যে শনাক্তকারীর এনআইডি নং ও স্বাক্ষর প্রদান করতে হবে (বাবা/মা/ভাই/বোন বা সংশ্লিষ্ট এলাকার ভোটার)।
১৫। ফরম-২ এর ৪০, ৪১, ৪২ নং তথ্যে যাচাইকারীর নাম, এনআইডি নং এবং সীলসহ স্বাক্ষর প্রদান করতে হবে (সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার/কাউন্সিলর)।
বিঃ দ্রঃ ফটোকপিসমূহ অবশ্যই সত্যায়িত করে দিতে হবে।


ভোটার এলাকা স্থানান্তর

ভোটার এলাকা স্থানান্তর করতে নিমোক্ত কাগজপত্রাদি প্রয়োজন
১। ফরম-১৩ এ তথ্য পূরণ
২। সংশ্লিষ্ট এলাকায় বসবাসরত পিতা/মাতা/ভাই/বোন এর এনআইডি
৩। স্বামী/স্ত্রীর এনআইডি, কাবিননামা (বিবাহিতদের ক্ষেত্রে)
4। নাগরিকত্ব সনদ
5। প্রত্যয়নপত্র (ইউনিয়ন/পৌরসভার নিজস্ব প্যাডে স্মারক নং উল্লেখ পূর্বক মেম্বার+চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলর এর যৌথ সীল ও স্বাক্ষর থাকতে হবে)
6। পৌর কর/চৌকিদারী ট্যাক্স টোকেন
7। বিদ্যুৎ/পানির বিলের কপি