Main Comtent Skiped
Wellcome to National Portal

সিটিজেন চার্টার

(ক) সেবা সমূহঃ

 

১। জাতীয় ও সকল স্থানীয় নিবার্চন অনুষ্ঠান।

২। ভোটার তালিকা প্রনয়ণ।

৩। জাতীয় পরিচয়পত্র প্রনয়ণ, বিতরণ এবং উপজেলা সার্ভার ষ্টেশনের মাধ্যমে তথ্য ভান্ডার পরিচালনা।

৪। জাতীয় পরিচয়পত্রে তথ্য সংশোধন, হারানো বা নষ্ট হওয়ার ক্ষেত্রে পুনরায়প্রদান।

 

(খ) বতর্মানে চলমান কাযর্ক্রমঃ

 

১। বর্তমানে সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কায্রক্রম চলছে

 

(গ) ভোটার অন্তর্ভুক্তি/জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি ও সংশোধনের জন্য যে সব কাগজপত্র দিতে হবেঃ-

 

১। নির্ধারিত ফরমে অবেদনপত্র

২। এস.এস.সি বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে)

৩। বিদ্যুৎ, পানি, টেলিফোন ইত্যাদি বিল, বাড়িভাড়া, পৌরকর বা চৌকিদারী ট্যাক্সের সত্যায়িত ফটোকপি।

৪। প্রবাসীদের ক্ষেত্রে পাসপোর্টের ব্যবহৃত সকল পাতার সত্যায়িত ফটোকপি।

৫। জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি।

৬।প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য দলিল

 

(ঘ) সেবা পাওয়ার নিয়মাবলীঃ-

 

ক্র.নং

সেবার নাম

আবেদন প্রকৃতি

কোথায় আবেদন করবেন

সরকারী ফি

তথ্য প্রদানকারী কর্মকর্তা

১.

ভোটার তালিকায় অন্তর্ভুক্তি

নির্ধারিত ফরমে

উপজেলা নির্বাচন অফিস

নাই

উপজেলা নির্বাচন কর্মকর্তা

২.

বিভিন্ন নিবার্চনের মনোনয়পত্র

নাই

৩.

জাতীয় পরিচয়পত্র সংশোধন,  স্থানান্তর, ছবি পরিবর্তন

নাই

৪.

ভোটার নম্বর ও অন্যান্য তথ্য দেখা

সাদা কাগজে আবেদন

৫০.০০ টাকার কোর্ট ফি

৫.

 ভোটার তালিকা ও নিবার্চন সংক্রান্ত তথ্যের ফটোকপি গ্রহণ

প্রতি পাতা ১০০.০০ টাকা হারে কোর্ট ফি

৬.

ভোটার তালিকার সি.ডি সংগ্রহ

৫০০.০০ টাকা নগদ প্রদান সাপেক্ষে